Home / উপজেলা সংবাদ / হাইমচর / ‘হাইমচর প্রেসক্লাবসহ প্রত্যেক প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব হবে’
Do.-Sahadath-Hosen

‘হাইমচর প্রেসক্লাবসহ প্রত্যেক প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব হবে’

হাইমচরের মানুষ আমাকে এত ভাল বাসে কোন ভাষা দিয়েই বুঝানো যাবে না। এ মানুষের ভালবাসা নিয়েই যেন সারা জীবন কাটিয়ে যেতে পারি। হাইমচরকে ডিজিটাল হাইমচর গঠন করতে আমার সার্বিক সহযোগীতা থাকবে। যে সকল প্রতিষ্ঠান শেখ রাসেল ডিজিটাল ল্যাবের আওতায় আসে নি, সেগুলোকে এর আওতাধীন আনা হবে। বিশেষ করে হাইমচর প্রেসক্লাবে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।

হাইমচর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্তিতে অবদানের স্বীকৃতি স্বরুপ সংবর্ধনা অনুষ্ঠানে হাইমচরের কৃতি সন্তান বাংলাদেশ সরকারের যুগ্ন সচিব সংবর্ধিত অতিথি প্রকল্প পরিচালক ড. শাহাদাত হোসেন এসব কথা বলেন।

রোববার (১৭ জুন) সকাল ১১টায় হাইমচর উপজেলার দূর্গাপুর উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের আহŸায়ক নীলকমল ওচমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে ও চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহনেওয়াজ টেলুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারী, উপজেলা আ’লীগ সহসভাপতি এমএ বাশার, বাগাদী গনি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম, আলগী বাজার সিনিয়র মাদরাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাও. মো. জিল্লুর রহমান, বাজাপ্তী আরএম হাইস্কুলের প্রধান শিক্ষক এম এ মান্নান, হাইমচর প্রেসক্লাব সাধারন সম্পাদক মো. খুরশিদ আলম শিকদার, মডেল সপ্রাবির প্রধান শিক্ষক ইকবাল হোসেনপ্রমুখ।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক : বিএম ইসমাইল হোসেন

Leave a Reply