হাইমচর

হাইমচর প্রশাসন ও আওয়ামী লীগের আয়োজনে শিশু দিবস পালিত

চাঁদপুরে হাইমচরে বর্ণাঢ্য র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা. কেক কাটা , রচনা প্রতিযোগীতা, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়ার মাধ্যমে জাতির শেখ মজিবুর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার ১৭ মার্চ সকাল ৯টায় হাইমচর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহনে জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম ও শিশু দিবস উপলক্ষে হাইমচর উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে একটি আনন্দ র‌্যালী উপজেলা সদর আলগীবাজারের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষা অফিসার একে এম মীর হোসেনের পরিচালনায় শিশু দিবসে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী। এসময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সেলিনা আক্তার শেফালী, অফিসার ইনচার্জ রনোজিত রায়, হাইমচর স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ বেলায়েত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সন্তোষ মজুমদার, উপজেলা আ’লীগের সহ সভাপতি মোঃ হুমায়ুন প্রধানিয়া, চরভৈরভী ইউপি চেয়ারম্যান আহমেদ আলি মাষ্টার। সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আহসানুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিনুর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার ডাঃ হাফিজ আহমেদ, উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ আমিন মাষ্টার।

আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

এদিকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দগন পরিবেশে হাইমচর উপজেলা আ’লীগের উদ্যোগে, কেক কাটা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জম্মবার্ষিকি পালন করা হয়েছে।

সকাল ১০টায় উপজেলা আ’লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জম্ম বার্ষিকি উপলক্ষে আলোচনা সভায় উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ হুমায়ুন প্রধানিয়ার সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মোঃ মাকছুদ আলম খানের পরিচালনায় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুর হোসেন পাটওয়ারী বলেন বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা পেয়েছি লাল সবুজের জাতীয় পতাকা। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আমাদেরকে যে আদর্শ শিখিয়ে গেছেন এবং দেশ গড়ার যে স্বপ্ন দেখিয়েছেন শেখ হাসিনার নেতৃত্বে আমরা তা পালন করে যাচ্ছি। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে তার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সহসভাপতি কাউছার মিয়াজি, এমএ বাশার, যুগ্ন সম্পাদক লোকমান হোসেন মাষ্টার, উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক আমিন মাষ্টার, ৫নং হাইমচর ইউপি চেয়ারম্যান শাহাদাত সরকার, চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমেদ আলি মাষ্টার, আলগী দক্ষিন ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক আলি আহমেদ দেওয়ান, উত্তর আলগী ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক বাচচু খান, উপজেলা যুবলীগ আহŸায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী।

প্রতিবেদক- বিএম ইসমাইল

Share