হাইমচর পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার
৩১ জানুয়ারি হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান এর সার্বিক দিক নির্দেশনায় হাইমচর থানার এসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১) ফরিদগঞ্জ থানার মামলা নং- ২১, তাং- ১৫/১১/২০২১, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(ক), জিআর- ৪০৩/২১(ফরিদগঞ্জ) ও ২। এসসি- ১৩২/১৮, জিআর- ০৯/১৫, হাইমচর থানার মামলা নং- ০৩, তাং- ১৬/০২/১৬, ধারা- ৩৯৫/৩৯৭ ধারা মামলার জিআর পরোয়ানা ভুক্ত এবং চাঁদপুর এর হাইমচর থানার ,এফআইআর নং-২৫/২৫, তারিখ- ২৯/০১/২০২৬; ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড এর তদন্তে সন্ধিগ্ধ আসামী মোঃ ইসমাইল কবিরাজ(৩৮), পিতা- নজরুল ইসলাম কবিরাজ প্রঃ নজু কবিরাজ, মাতা- কুলছুমা বেগম, সাং- চরপোড়ামুখী (কবিরাজ বাড়ী), থানা-হাইমচর, জেলা- চাঁদপুর কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে যথাযথ পুলিশ প্রহরায় আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)
৩১ জানুয়ারি ২০২৬