Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচর পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার
পরোয়ানাভুক্ত

হাইমচর পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

৩১ জানুয়ারি হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান এর সার্বিক দিক নির্দেশনায় হাইমচর থানার এসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১) ফরিদগঞ্জ থানার মামলা নং- ২১, তাং- ১৫/১১/২০২১, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(ক), জিআর- ৪০৩/২১(ফরিদগঞ্জ) ও ২। এসসি- ১৩২/১৮, জিআর- ০৯/১৫, হাইমচর থানার মামলা নং- ০৩, তাং- ১৬/০২/১৬, ধারা- ৩৯৫/৩৯৭ ধারা মামলার জিআর পরোয়ানা ভুক্ত এবং চাঁদপুর এর হাইমচর থানার ,এফআইআর নং-২৫/২৫, তারিখ- ২৯/০১/২০২৬; ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড এর তদন্তে সন্ধিগ্ধ আসামী মোঃ ইসমাইল কবিরাজ(৩৮), পিতা- নজরুল ইসলাম কবিরাজ প্রঃ নজু কবিরাজ, মাতা- কুলছুমা বেগম, সাং- চরপোড়ামুখী (কবিরাজ বাড়ী), থানা-হাইমচর, জেলা- চাঁদপুর কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে যথাযথ পুলিশ প্রহরায় আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)
৩১ জানুয়ারি ২০২৬