আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে হাইমচর উপজেলার আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর মঙ্গলবার বিকালে মধ্য চরের চেয়ারম্যান বাজারে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাচ্চু মোল্লার সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান,সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন সরদার এর পরিচালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া।
প্রধান বক্তা হাইমচর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহাজাহান মিয়া, যুম্গ সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান চৌকদার, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, দপ্তর সম্পাদক মোঃ মাকসুদ আলম খান, ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজীপ্রমূখ। ২য় অধিবেশনে হাইমচর উপজেলার ৪ নং নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জনের নামে প্রস্তাব ও সমর্থন করা হয়।
নীলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাচ্চু মোল্লা, ৪ নং নীলকমল ইউনিয়ন পরিষদ আওয়ামী যুব লীগের আহবায়ক মোঃ নবাব মোল্লা ও ইউনিয়ন আওয়ামী যুব লীগের আহবায়ক মোঃ নবাব মোল্লা।
প্রতিবেদক: বিএম ইসমাইল, ৩০ নভেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur