হাইমচর ‘নাশকতা মামলায়’ ব্যবসায়ী আটক

চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী বাজারের ব্যবসায়ী মাহবুবুর রহমানকে নাশকতার একটি মামলায় রোববার (১২ জুন) সকাল ১০টায় তার প্রতিষ্ঠান থেকে আটক করেছে হাইমচর থানা পুলিশ।

আটককৃত মাহবুবুর রহমান স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ও সোলার কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক।

হাইমচর থানা সুত্রে জানা যায় আটকের পর সোমবার (১৩ জুন) নাশকতার মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে সেবা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জানান ‘সে ও মাহবুব সহ কয়েকজন মিলে আধুনিক মেশিন দিয়ে সেবা ডায়াগনস্টিক সেন্টার দেয়ায় ব্যবসায়ীক প্রতিপক্ষরা পুলিশকে ভুল তথ্য দিয়ে আটক করিয়েছে।’

মাহবুবুর রহমানকে আটক সর্স্পকে আলগী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. খুরশেদ আলম কোতোয়াল বলেন ‘মাহবুবকে আমি বাজারের একজন ব্যবসায়ী হিসেবে আমি তাকে কোনো অন্যায় কাজে সম্পৃক্ত হতে দেখিনি। সে একটি রাজনৈতিক দলকে সমর্থন করলে করতে পারে কিন্তু রাজনৈতিক কোন কর্মকান্ডে জড়িত হওয়ার কথা কোন সময় শুনিনি।’

প্রতিবেদক- বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট

: আপডেট, বাংলাদেশ সময় ১১:৩০ পিএম, ১৪ জুন ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Share