Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচর থেকে লঞ্চযোগে ঢাকার পথে হাজারও নেতাকর্মী
লঞ্চযোগে

হাইমচর থেকে লঞ্চযোগে ঢাকার পথে হাজারও নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে রাজকীয় সংবর্ধনা জানাতে চাঁদপুরের হাইমচর থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে হাইমচর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টায় হাইমচর উপজেলার তেলির মোড় লঞ্চঘাট থেকে একটি বিশেষ লঞ্চে করে তারা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিকের নেতৃত্বে প্রায় এক হাজারের অধিক নেতাকর্মী এই বহরে যুক্ত রয়েছেন। এ সময় লঞ্চঘাটে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও তারেক রহমানের আগমনী স্লোগান দিতে দেখা যায়।

যাত্রার প্রাক্কালে হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক বলেন, “আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে সারা দেশের মানুষের মতো হাইমচর বিএনপিও আজ উজ্জীবিত। চাঁদপুর-৩ আসনের ধানের শীষের কাণ্ডারি ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় আমরা ঢাকায় বিশাল জনসমাগম ঘটিয়ে আমাদের নেতাকে বরণ করে নেব।”

তিনি আরও জানান, হাইমচর থেকে তৃণমূলের সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। আগামীকাল ২৫ ডিসেম্বর ঢাকায় আয়োজিত ঐতিহাসিক এই জনসভায় হাইমচরের এই বিশাল বহরটি বড় ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

উক্ত যাত্রায় উপজেলা বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন।

প্রতিবেদক: আলমগীর হোসেন আসিফ/
২৪ ডিসেম্বর ২০২৫