উপজেলা সংবাদ

হাইমচর তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বিএম ইসমাইল আপডেট: ০৭:৩০ অপরাহ্ণ, ১২ সেপ্টেম্বর ২০১৫, শনিবার

হাইমচর উপজেলার কমলাপুর তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

১১ সেপ্টেম্বর বেলা ৩টায় উপজেলার আলগী উত্তর ইউনিয়নের কমলাপুর দাখিল মাদরাসার মাঠে টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত উদ্বোধনী সভায় বক্তারা বলেন, তরুণ বা যুবসমাজকে বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শরীর ও মন ভালো রাখে। খেলাধুলার মাধ্যমে বন্ধুত্বের সৃষ্টি এবং একে অপরের প্রতি সহানুভূতি প্রদর্শিত হয়। তাই লেখাপড়া ও কাজের ফাঁকে ফাঁকে তরুণ সমাজকে খেলাধুলা ধরে রাখতে হবে।

উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা যুবলীগ আহ্বায়ক মোঃ আতিকুর রহমান পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবুর রহমান খান, সাবেক সহ-সভাপতি আবু তাহের রাড়ী, আলগী উত্তর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ মজিবুল্লাহ মানিক, ছাত্রলীগ সভাপতি মোঃ মিজানুর রহমান, টুর্নামেন্টের ব্যবস্থাপনায় রয়েছে স্থানীয় সমাজ সেবক মোস্তাফিজুর রহমান নান্নু, হেলাল তহবিলদার, কামরুল হাসান, রফিক খান, রাজু পাটওয়ারী, আবু তাহের খান, জাহাঙ্গীর দপাদার, সোহেল পাটওয়ারী প্রমুখ।

উদ্বোধনী সভা শেষে প্রধান অতিথি আতিকুর রহমান পাটওয়ারী টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করে।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

Share