হাইমচর

হাইমচর চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী পুর্নমিলনী

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের সাত দশক পুর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের পুনমিলনীর আলোচনা সভা, সংবধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার হাইমচর উপজেলায় চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের সাত দশক পুর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের পুনমির্লনী উপলক্ষে সকাল ১০টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন জাতীয় পতাকা উত্তোলন ও র‌্যালীর মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

দুপুর ১২টায় চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের সাত দশক পূর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের পুর্নমিলনী আলোচনাসভায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আয়োজন কমিটির আহবায়ক প্রবীন শিক্ষাবিদ রনজিত কুমার বনিক সভাপতিত্বে ও মোঃ মানিক মিয়া ও এইচ এম মানিকের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক জে আর ওয়াদুদ টিপু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুর হোসেন পাটওয়ারী, ভাইস-চেয়াম্যান এসএম কবির, মহিলা ভাইস-চেয়ারম্যান সেলিনা আক্তার শেফালী, আ’লীগ সহ-সভাপতি এমএ বাশার, কেন্দ্রীয় যুবলীগের সদস্য পীরজাদা শাহ মুহঃ কুদ্দুস, সাংগঠনিক জিএম জাহিদ, চরভৈরবী ইউপি চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ ভুট্টো মুন্সি, চরভৈরবীর সাবেক ইপি চেয়ারম্যান জালাল চোকদার, প্রাক্তন ছাত্র আহম্মদ উল্লা মাস্টার, মতিউর রহমান, লুৎফুর রহমান, আয়োজন কমিটির যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন চোকদার, চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান, প্রাক্তন ছাত্র মোঃ রেজাউল কবির রাজিব, শাহাজান সর্দার প্রমুখ।

আলোচনা শেষে লাকি কুপন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।

বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট

 

নিউজ ডেস্ক || আপডেট: ০৫:১৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৫, শনিবার

এমআরআর  

Share