Friday, 22 May, 2015 09:37:12 PM
স্টাফ করেসপন্ডেন্ট :
চাঁদপুর জেলার হাইমচর উপজেলা দক্ষিণে সিআইপি বাঁধের উপর গড়া চরভৈরবী বাজারের মাছঘাটে হালদারের ঘরে প্রতিদিন রাতে জুয়ার আসর জমজমাটভাবেই চলছে।
জানা যায়, প্রভাবশালী একটি মহল কর্তৃক পরিচালিত নির্দিষ্ট ওই ঘরটিতে জুয়ার আসরটি অবধারিতভাবেই জমজমাট থাকায় ব্যবসায়িরা এখন আতঙ্কে রয়েছে।
স্থানীয় যুবসমাজ এসবের ঘুরপাকে পড়ে বিপদগামী হয়ে পড়ছে। অনেকেই আশঙ্কা করছেন একসময় ব্যবসায়ী ও প্রভাবশালীদের মধ্যে বিষয়টি নিয়ে সংঘর্ষ বেঁধে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে।
জুয়ার আসরটি প্রভাবশালী মহলের পরিচালিত হওয়ায় তাদের ভয়ে কেউ আপাতত মুখ খুলছে না। চরভৈরবী বাজার সংলগ্ন নৌ-ফাঁড়ির ভূমিকা এ ক্ষেত্রে নীরব। কী কারণে নৌ-পুলিশের সদস্যরা এসব বদঅভ্যাসের চর্চা নীরবে হজম করছে ব্যবসায়ীদের মধ্যে কেউ কেউ প্রশ্ন তুলছে।
চরভৈরবী বাজারের একজন ব্যবসায়ী জানান, জনস্বার্থে ব্যবসা-বাণিজ্যের খাতিরে চরভৈরবী মাছবাজারে পরিচালিত জুয়ার আসরটি বন্ধে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলাবাহিনী অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে প্রত্যাশা করছেন।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।