হাইমচরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাইমচর মহাবিদ্যালয়ের ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা রোববার ১৮ মার্চ কলেজের নতুন ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে ও কলেজের ইংরেজি প্রভাষক মরিময় শাহারিয়ারের পরিচালনায় বক্তব্য রাখেন গভনির্ং বডির সদস্য মো.বেনজির আহম্মেদ, কলেজের সহকারী অধ্যাপক মো. মোখলেছুর রহমান মুকুল, প্রভাষক মো.কামরুল ইসলাম, শহিদুল্লা, দুলাল কৃত্তনীয়া, রবি উল হাসান প্রমূখ।
আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ মো. মানোয়ার হোসেন মোল্লা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,‘ ভালো করে লেখা পড়া করে পরীক্ষার কেন্দ্রে যাবে। যাতে করে তোমার ভালো ফলাফল অর্জন করে এ কলেজের মুখ উজ্জ¦ল করবে।
পাশাপাশি তোমরা সুশিক্ষা অর্জন করে দেশের সেবা করবে এটাই আমাদের সকলের প্রত্যাশা। তোমরা পরীক্ষার হলে গিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করবে না । আমাদের সকলের দোয়া রইল তোমাদের মনের ভাসনা আল্লাহ পাক পুরণ করে। আলোচনা শেষে পরীক্ষাদের উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।’
প্রতিবেদক- বিএমই ইসমাইল
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur