ধর্মীয় ভাব গাম্ভির্যের মধ্য দিয়ে মঙ্গলবার (৫ জুন) হাইমচর উপ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৫টা হতে শুরু হওয়া ইফতার ও দোয়া মাহফিলে রোজার তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন আগত অতিথি বৃন্দ।
পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর সিভিল সার্জন ভারপ্রাপ্ত ডা.মো. সফিকুল ইসলাম, হাইমচর উপজেলা নির্বাহি অফিসার মো. মাসুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম কবির হোসেন, মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম সোহেল, প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুল ইসলাম। এসময় ইফতার মিলাদ এবং দোয়ায় উপস্থিত ছিলেন হাইমচর থানা অফিসার ইনচার্জ রনোজিত রায়, অফিসার তদন্ত মো. আলমগীর হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আশরাফ আহমেদ চৌধুরী, শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুব আলম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. হাবিবুর রহমান, প্রেসক্লাব সাধারন সম্পাদক মো. খুরশিদ আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, উপজেলা প্রকৌশলী মো. ইমাম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিনুর রশিদ, ফায়ার সার্ভিস ইনচার্জ আমির হোসেন, মেডিকেল অফিসার ডা. আহসানুজ্জামান, ডা. পিয়াংকা, উপজেলা পল্লী বিদ্যুৎ ইনচার্জ মো. শহীদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে ফার্মাসিস্টি ইনচার্জ রিয়াদ হোসেনের পরিচালনায় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগন শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এসময় উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারিগন উপস্থিত ছিলেন। পরে অতিথি বৃন্দ সকলে একত্রে ইফতারে অংশ নেন।
প্রতিবেদক- বিএম ইসমাইল