উপজেলা সংবাদ

হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধাদের সাথে সুজিত রায় নন্দীর মতবিনিময়

হাইমচর প্রতিনিধি | আপডেট: ০৯:৩১ অপরাহ্ণ, ০৬ সেপ্টেম্বর ২০১৫, রোববার

রোববার বিকেল ৪টায় হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী বলেন, “মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে হলে নতুন মুক্তিযোদ্ধা প্রজন্ম সৃষ্টি করতে হবে।”

তিনি আরও বলেন, “হাইমচরে অচিরেই বীর মুক্তিযোদ্ধা শহীদ এলাহী বক্স স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করা হবে এবং মুক্তিযোদ্ধাদের দাবি অনুসারে হাইমচরে কয়েকটি সড়কের নামকরণ করা হবে।”

মতবিনিময় সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু সন্তোষ মজুমদারের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শাহআলম পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার ডাক্তার মোঃ হাফেজ আহমেদ মাস্টার, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা ডাক্তার সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা শাহিন শাহ, মুক্তিযোদ্ধার সন্তান শাহআলম পাটওয়ারী প্রমুখ।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

Share