হাইমচর উপজেলা পরিষদের উম্মুক্ত বাজেট সভা

চাঁদপুরের হাইমচর উপজেলায় ২০২২-২০২৩ অর্থ বছরের উপজেলা পরিষদের উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩১ মে মঙ্গলবার হাইমচর উপজেলা পরিষদের হল রুমের অনুষ্ঠিত উম্মুক্ত বাজেট সভায় উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহল চৌধুরীর সভাপতিত্বে ইএএলজি প্রকল্পে সমন্বয়কারী আবদুল্লাহ আল মামুন এর পরিচালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী।

এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, প্রাণী সম্পদ কর্মকর্তা সুজন বড়ুয়া, হাইমচর কলেজের অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী, বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নান, হাইমচর প্রেসক্লাব সহ-সভাপতি মোঃ ইসমাইল, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রমূখ।

বাজেটের আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী বলেন, ‘উপজেলা পরিষদ থেকে সকল সেবা নাগরিকদের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া হবে। আপনারা আমাদের কে সহযোগিতা করবেন, আমরা পরিষদের সকল সুবিধা ঘরে ঘরে পৌছানো হবে। তিনি আরো বলেন, অন্য সকল উপজেলার চেয়ে হাইমচর উপজেলার আয় কম হওয়ায় ইচ্ছা থাকলেও সকলের চাহিদা পূরন করতে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির সহযোগিতার করতে হয়। আপনারা ডাঃ দীপু মনি’র জন্য দোয়া করবেন।’

প্রতিবেদক: বিএম ইসমাইল, ৩১ মে ২০২২

Share