আগামী ১৩ জানুয়ারী অনুষ্ঠিতব্য চাঁদপুুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র সংগহকারী ১৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর জেলা নির্বাচন অফিস কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাছাই কার্যক্রমে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এবং মনোনয়নপত্রে ভুল তথ্য প্রদান করায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে এক প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
এর আগে হাইমচর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মাহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
আগামী ২২ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। উপজেলার ৩১টি কেন্দ্রে ২শ’টি বুথে ইভিএম পদ্ধতিতে ভোগ্রগ্রহণ অনুষ্ঠিত হবে।
করেসপন্ডেন্ট, ১৫ ডিসেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur