ফরিদগঞ্জ

প্রেসক্লাব ফরিদগঞ্জের সাধারণ সভা সম্পন্ন

শুক্রবার বিকালে প্রেসক্লাব ফরিদগঞ্জের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন সভাপতি প্রভাষক মো. মহিউদ্দিন ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আতাউর রহমান সোহাগ।

সভায় প্রেসক্লাব ও ফরিদগঞ্জের সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া পূর্বের সভার সিদ্ধান্ত অনুসারে সোনালী ব্যাংক ফরিদগঞ্জ শাখায় প্রেসক্লাবের একাউন্ট খোলার বিষয়ে সদস্যদেরকে অবহিত করা হয়।

এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন বেলাল, সাংগঠণিক সাম্পাদক আলী হায়দার পাঠান টিপু, সহ সাংগঠনিক সম্পাদক এনামূল হক খোকন, অর্থ সম্পাদক মো. শফিকুর রহমান, দপ্তর সম্পাদক নূরে আলম টুটুল, প্রচার সম্পাদক মো. শিমুল হাছান, ক্রীড়া ও প্রকাশনা সম্পাদক এস এম ইকবাল, সাহিত্য ও সাংস্কতি বিষয়ক সম্পাদক মো. মাছুম তালুকদার, কার্যনির্বাহী সদস্য এমকে মানিক পাঠান, এমারন হোসেন লিটন, কে. এম হাসান, আবুল হাসনাত, মাহাবুব আলম, আব্দুল কুদ্দুছ মজুমদার প্রমুখ। সভার শেষে সভাপতি সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

প্রেস বিজ্ঞপ্তি

Share