হাইমচর

হাইমচর ইউপি’র বাজেট ঘোষণা

‎Sunday, ‎24 ‎May, ‎2015  09:42:21 PM

বি এম ইসমাইল , হাইমচর (চাঁদপুর) :

হাইমচর উপজেলার ওয়াটার এইড ও উন্নয়ন সহযোগি ট্রিম এর সার্বিক সহযোগিতায় ৫নং হাইমচর ইউনিয়নের ২০১৫-২০১৬ইং অর্থ বৎসরের সম্ভাব্য বাজেট দাখিল করছেন ইউনিয়ন পরিষদ।

রবিরার সকাল ১০টায় ৫নং হাইমচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইসাহাক খোকনের সভাপতিত্বে ও ইউপি সচিব শ্যামল চন্দ্র সাহা পরিচালনায় বাজেটের উপর বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড মেম্বার ওবায়দুল্লা, ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ গাজী মোঃ মনির, স্থানী প্রতিনিধি আঃ হাকিম পেদা, আঃ লতিফ শনি, মহিলা মেম্বার আকলিমা বেগম, উন্নয়ন সহযোগিতা ট্রিম মনিটরিং অফিসার খান মোঃ মোতালেব, ফিনান্স কো- অডিনেটর মোঃ শামিম হোসেন, ইউ এফ জেমস গাইন প্রমূখ।

৫নং হাইমচর ইউনিয়নের ২০১৫-২০১৬ইং অর্থ বৎসরের সম্ভাব্য বাজেটে বিভিন্ন উৎস থেকে আয় ১১ লক্ষ টাকা, যার মধ্যে ২০১৫-২০১৬ইং অর্থ বৎসরের বিভিন্ন খাতে ৫৬,৯৪,৮১২ টাকা মোট ব্যয় ধরা হয়েছে।

উক্ত বাজেটে স্বাস্থ্য ও পয়ঃ নিঃ ব্যয় ২ লক্ষ টাকা । বাজেটের উল্লেযোগ্য ব্যয়ের মধ্যে (ফিসপ) সভা, (ঢ়ািধ) রিপোট, জলবায়ু পরিবর্তন তথ্য কেন্দ্র বাবদ ১৭ হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়।

চাঁদপুর টাইমস/প্রতিনিধি/এএস/এমআরআর/২০১৫।

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Share