হাইমচর

হাইমচরে ৯৩ পিচ ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুরের হাইমচর উপজেলায় পৃথক অভিযানে ৯৩ পিচ ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমানের নির্দেশে এএসআই মো. আব্দুস সালাম মুন্সী, মো. ইয়াকুব আলী ও সঙ্গীয় ফোর্স নিয়ে এদের আটক করে।

হাইমচর থানা সূত্রে জানা যায় ১৪ মার্চ বেলা ১১টায় হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সংলগ্ম এলাকা থেকে ইয়াবা পাচারের সময় ইয়াবা ব্যবসায়ী কাদির বেপারীকে আটক করা হয়। তার কাছ থেকে ৭৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ছাড়া গত ১৩ মার্চ রাত ১১টায় একই ইউনিয়নের ছৈয়াল বাড়ি মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর থানা এসআই মোস্তফা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উত্তর আলগী গ্রামের মোতালেব মাঝির ছেলে মাদক ব্যবসায়ী মান্নানকে ১৮ পিচ ইয়াবাসহ আটক করেন।

আটককৃতদের বিরেুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৩: ৩৫ এএম, ১৪ মার্চ ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Share