চাঁদপুরে হাইমচর মেঘনায় ট্রান্স ফোর্স কমিটি ও কোষ্টগার্ডের যৌথ অভিযান পরিচালনা করে ৯০ কেজি জাটকা, ১০ হাজার মিটার জাল ও ৮ জেলেকে আটক করে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজেষ্ট্রেট চাই থোয়াইলা চৌধুরী ভ্রাম্যমান আদালতে মাধ্যমে আটককৃত জেলেদের ৫০০০টাকা করে জরিমানা করেন। জব্দ কৃত মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন।
সোমবার রাত হাইমচরে মেঘনায় অভিযান পরিচালনা করে ৮ ছেলেকে আটক করে।
আটককৃত জেলেরা হলঃ চাঁদপুর সদর উপজেলার ইমান আলীর ছেলে শাকিল(২০), বারেক মৃধ্যার ছেলে আক্তার(৩৫), জাহাঙ্গীর প্রধানের ছেলে মোস্তাফা প্রধান(২৫), সিরাজ হাওলাদারে ছেলে রায়হান(১২), শফি প্রধানের ছেলে মোঃ সজিব(১৬), বাদশা শিকদারের ছেলে নবির হোসেন(২৭) বিল্লাল সিকদার ছেলে মোঃসোলমান(১৬), সিদ্দিক মোল্লা ছেলে খায়রুল(১৪) কে আটক করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিগ্যান চাকমা, উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, কোস্টগাড পেডি অফিসার মোঃ এমদাদুল হক।
প্রতিবেদকঃমোঃ ইসমাইল, ১৬ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur