Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ৭ই মার্চ উদযাপন
মার্চ

হাইমচরে ৭ই মার্চ উদযাপন

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে হাইমচর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ মার্চ সোমবার হাইমচর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী।

তিনি বলেন, স্বাধীনতাকামী বাঙালী জাতির মুল প্রেরণার উৎস হিসেবে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ভূমিকা রেখেছে। এ ভাষণ শতাব্দীর শ্রেষ্ঠ ভাষণ।

তিনি আরও বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পেয়েছি সোনার বাংলাদেশ। যার মেধা ও সংগ্রামের মাধ্যমে অল্প সময়ের মধ্যে এ দেশ স্বাধীনতা অর্জন করছেন। বিশ্বের কোন ইতিহাসে নেই কোন দেশ বা কোন ভু- খন্ড নয় মাসে যুদ্ধে স্বাধীন হয়েছে।

এসময় আরও বক্তব্য রাখেন, হাইমচর উপজেলার আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া।

আলোচনার পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি এম এ বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চোকদার, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহম্মেদ আলী মাস্টার, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাবিবুর রহমান গাজী, নীলকমল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ বাচ্চু মোল্লা, আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহম্মেদ রাজা পাটওয়ারী, সাধারণ সম্পাদক আলী আহম্মেদ দেওয়ান, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগমসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

প্রতিবেদক: বিএম ইসমাইল, ৭ মার্চ ২০২২