Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ৬ পুজা মণ্ডপে পালিত হবে দূর্গাপুজা
No Pic Chandpur Times
এ সংবাদের সংশ্লিষ্ট ছবি প্রকাশ হয়নি।

হাইমচরে ৬ পুজা মণ্ডপে পালিত হবে দূর্গাপুজা

চাঁদপুরের হাইমচর উপজেলায় সার্বজনী শারদীয় দূর্গাপুজায় ৬টি মন্ডপে দূর্গাপুজার আয়োজন করা হয়েছে। এসব মন্ডপে পুজা অনুষ্ঠান শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে।

হাইমচর উপজেলা ও পুলিশ প্রশাসন এ বিষয়ে প্রস্তুতি সভা করেছেন। এ সভায় উপজেলার ৬ ইউনিয়নে পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ অংশ গ্রহন করে।

এতে জানানো হয় উপজেলার ৬ মন্ডপে সার্বজনীন দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।

উপজেলার ৩নং আলগী দক্ষিণ ইউনিয়নে ঐতিহ্যবাহী শ্রী-শ্রী জগন্নাথ দেবের মন্দির, চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, আলগী উত্তর ইউনিয়নের দেওয়ান বাড়ি শ্রী শ্রী দূর্গা দেবী মন্দির, চরভৈরবী ইউনিয়নের শ্রী শ্রী গোরি নিতাই মন্দির, শ্রী শ্রী পূর্নভ্রক্ষ হরি ঠাকুরের মন্দির ও শ্রী শ্রী লোকনাথ মন্দিরে সারদিয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলা সমন্বয় সভায় পূজা উদযাপন কমিটির নেতারা সারা উপজেলায় পূজা অনুষ্ঠান গিরে উৎসবের পরিবেশ বিরাজ করছে উল্লেখে করে সুষ্ঠ ভাবে দূর্গাপূজা আয়োজনে তাদের নানান সুপারিশ তুলে ধরেন।

এ ব্যাপারে হাইমচর থানা ভারপ্রাপ্ত ওসি মো. আলগীর হোসেন জানান সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে পূজা উদযাপনের লক্ষে আইন শৃংখলা বাহিনী সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে চাঁদপুর টাইমসকে বলেন, ‘পূজায় সার্বক্ষনিক নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হবে। কেউ যেন কোন অপরাধমূলক তৎপরতার সুযোগ নিতে না পারে, সে লক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে।’

এ ব্যাপারে হাইমচর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক অজয় কুমার মজুমদার চাঁদপুর টাইমসকে জানান, ‘বিগত বছরের মত এ বারও সু শৃংখলা ভাবে পূজা আয়োজনে পুলিশ প্রশাসনের সহযোগীতা কামনা করছি। হাইমচরের সকল ধর্মের লোকজনের সহযোগীতা পেলে আশা করছি এবারও শান্তিপূর্ন ভাবে পূজা সম্পূর্ন করতে পারবো। দূর্গাপূজা উপলক্ষে সমগ্র হাইমচর বাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।’

: আপডেট, বাংলাদেশ সময় ২:৩০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ

হাইমচরে ৬ পুজা মণ্ডপে পালিত হবে দূর্গাপুজা

About The Author

প্রতিবেদক- বি এম ইসমাইল, হাইমচর

Leave a Reply