Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ৬০০০ পারিবারের মাঝে সাইলো বিতরণ
পারিবারের

হাইমচরে ৬০০০ পারিবারের মাঝে সাইলো বিতরণ

মুজিববর্ষ উপলক্ষে দুর্যোগপ্রবণ এলাকায় ৩ লাখ পারিবারের মাঝে সাইলো (বিজ সংরক্ষণ পাত্র) বিতরণের উদ্যোগে নিয়েছে সরকার। পরিবার পর্যায়ে খাদ্যশস্য সংরক্ষণের সক্ষমতা বাড়াতে এসব সাইলো তৈরি ও বিতরণের টার্গেট নিয়েছে শেখ হাসিনা সরকার।

এরই মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ কাজ শুরু করে দিয়েছে। এর আগেও সরকার একই উদ্দেশ্যে দুর্যোগপ্রবণ ১৯ জেলার ৬৩ উপজেলার ৫ লাখ দরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে পারিবারিক সাইলো বিতরণ করেছে।

এর আগে ২০১৮ সালের ৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঝালকাঠি জেলা সদর, কাঁঠালিয়া ও নলছিটি উপজেলায় পারিবারিক সাইলো বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এদিকে ৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন আরও ২০০টি সাইলো দিয়েছেন এ সরকার।

এরই ধারাবাহিকতায় হাইমচর উপজেলার ৬টি ইউনিয়নের ৬০০০ পরিবারের মাঝে পারিবারিক সাইলো ( বিজ সংরক্ষণ পাত্র) বিতরণ করা হয়েছে।

৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে হাইমচর উপজেলা পরিষদ মাঠে সাইলো বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নূর হোসেন পাটওয়ারী, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন ২নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আজহারুল ইসলাম গাজী সহ উপজেলা খাদ্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: বিএম ইসমাইল, ৩ ফেব্রুয়ারি ২০২২