উপজেলা সংবাদ

হাইমচরে ৪ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল

হাইমচর উপজেলার ৬ টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাচাইয়ে ৪ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন উপজেলা নির্বাচন অফিস।

৬ মার্চ রোববার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন বৈধতার যাচাই বাচাইয়ের শেষ দিনে জাতিয় পার্টির ৩ চেয়ারম্যান প্রার্থী ও ইসলামী আন্দোলন ১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন।

বাতিলকৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন ৪নং নীলকমল ইউনিয়নের নাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির সমর্থিত আবু সুফিয়ান মাঝি, ২নং আলগী উত্তর ইউনিয়নে খাজা আহমেদ মিজি, ৩নং আলগী দক্ষিন ইউনিয়নের মোঃ আনোয়ার হোসেন পাটওয়ারী ও ইসলামী আন্দোলনের ৫নং হাইমচর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ সুলতান গোলদার। জাতীয় পার্টির দলীয় মনোনয়ন প্রত্যয়নপত্র জটিলতায় ও ইসলামী আন্দোলনের প্রস্তাবকারী ও সমর্থনকারীদের ভোটার আইডিকার্ড জটিলতায় মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করেন।

 

|| আপডেট: ০৮:১৯ অপরাহ্ন, ০৬ মার্চ ২০১৬, রোববার

এমআরআর

Share