উপজেলা সংবাদ

হাইমচরে ৪৪তম জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা

বিএম ইসমাইল | আপডেট: ০৮:৩৮ অপরাহ্ণ, ২৪ আগস্ট ২০১৫, সোমবার

হাইমচরে ৪৪তম জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা পরিষদ চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারী বলেন, “ভালো ছাত্র হওয়ার সাথে সাথে ভালো খেলোয়াড় হওয়ারও চেষ্টা করতে হবে। হাইমচরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে ছাত্রছাত্রীরা আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমি বিশ্বাস করি এ ছাত্রছাত্রীরাই আগামী দিনে জাতীয় পর্যায়ের খেলোয়াড় হয়ে হাইমচরের সম্মান সুখ্যাতি বয়ে আনবে। আমি হাইমচরের খেলাধুলার উন্নয়নে উপজেলা পরিষদের তহবিল হতে সাধ্যমতে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।”

গত ২৪ আগস্ট বিকাল ৩টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে ৩দিনব্যাপী জাতীয় স্কুল মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মুহতাসিম বিল্লাহর সভাপতিত্বে ও বাজাপ্তি রমণীমোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নানের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মুহতাসিম বিল্লাহ।

বক্তব্য রাখেন আলগী বাজার আলিম মাদরাসার অধ্যক্ষ মাও. মো. মহিউদ্দিন পাটওয়ারী, উপজেলা আ’লীগ সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এমএ বাশার, কেবিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন, নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, ফারুক-ই-আজম দাখিল মাদরাসার সুপার মাও. একেএম ওয়ালি উল্লাহ।

গত ২২-২৪ আগস্ট পর্যন্ত ৩দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল, কাবাড়ি, ভলিবল, সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে উপজেলার বিভিন্ন স্কুল মাদরাসার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। আকর্ষণীয় ও উত্তেজনাকর ফুটবল খেলায় কাটাখালি হামিদিয়া আলিম মাদরাসাকে ২-০ গোলে হারিয়ে গন্ডামারা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

Share