Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ৩ দিনব্যাপি ফলদবৃক্ষ মেলার উদ্ভোধন
হাইমচরে ৩ দিনব্যাপি ফলদবৃক্ষ মেলার উদ্ভোধন

হাইমচরে ৩ দিনব্যাপি ফলদবৃক্ষ মেলার উদ্ভোধন

‘অর্থ, পুষ্টি ও স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় (১৭ জুলাই) উপজেলা কৃষি সম্প্রারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপি ফলদবৃক্ষ মেলার উদ্ভোধন করেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারী।

ফলদ বৃক্ষ মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে সভায় মিলিত হন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামালের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আ. সালাম পাটওয়ারীর পরিচালনায় দেশের অর্থনেতিক উন্নয়নে কৃষির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারী।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. জামাল হোসেন, হাইমচর থানা অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান, হাইমচর কলেজের অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, উপজেলা প্রকৌশলী মো. নজরুল ইসলাম, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ প্রমুখ।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম কবির, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.খুরশিদ আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হাইমচরে ৩ দিনব্যাপি ফলদবৃক্ষ মেলার উদ্ভোধন

About The Author

প্রতিবেদক- বি এম ইসমাইল, হাইমচর

: আপডেট, বাংলাদেশ সময় ৭:৩০ পিএম, ১৮ জুলাই ২০১৬, সোমবার
ডিএইচ

Leave a Reply