চাঁদপুরের হাইমচরে মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে কোস্ট গার্ডের ও হাইমচরে উপজেলা মৎস্য অফিসে যৌথ অভিযানে মেঘনার নদীতে নিষিদ্ধ সময় অবৈধ ভাবে জাল ফেলা ও নদীতে যাওয়ার প্রস্তুতিকালে ফেলে রাখা ১ লাখ ৮০ হাজার মিটার কারেন্ট জাল ও ৬০ কেজি ইলিশ জব্দ করেন।
হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহবুব রশিদ ও কোস্ট গার্ডের কমান্ডার পেটি অফিসার এম এমদাদুল হক এর নেতৃত্বে অভিযান ১১ অক্টোবর বিকেল ৪ থেকে পরেদিন সকাল ১০ টা পযর্ন্ত।
আটক জাল আগুনে পুড়ে ফেলা হয় এবং মাছ এতিমখানা মাঝে বিতরণ করা হয়। এসময় কোস্ট গার্ডের কমান্ডার পেটি অফিসার এম এমদাদুল হক বলেন, মা ইলিশ রক্ষা অভিযানে প্রশাসন কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা মা ইলিশ রক্ষা আমাদের অভিযান চলমান রয়েছে।
এ ব্যাপারে উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহবুব রশিদ বলেন, ইলিশ সম্পদ রক্ষা উপজেলা মৎস্য অফিস কঠোর ভূমিকা রয়েছে। এ অভিযানে কোন জেলেকে অবৈধ ভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরাতে না পারে সেই জন্য আমাদের অভিযান পরিচালনা করে আসছি। মা ইলিশ রক্ষা অভিযান সকলের সহযোগিতা কামনা করছি।
প্রতিবেদক: বিএম ইসমাইল, ১২ অক্টোবর ২০২২