হাইমচরে ১৭শ’ স্কুল শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজ টিকা প্রদান

চাঁদপুরের হাইমচর শিক্ষা প্রতিষ্ঠাগুলোর ১২-১৮বছর বয়সের প্রায় ১৭ শত ছাত্র-ছাত্রীদেরকে ১৯ ফেব্রুয়ারি শনিবার কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হয়।

হাইমচর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা ৭ টি স্কুল ও মাদ্রাসার ১৭ শত ২ জনকে সকাল ৯ টা থেকে এ কোভিড-১৯ দ্বিতীয় ডোজ টিকা ছাত্র-ছাত্রীদেরকে প্রদান করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে, হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসা, ৩৮ নং চরকোড়ালিয়া সপ্রাবি, ৩৯ নং দঃ নীলকমল সপ্রাবি ও মোয়াজ্জেম হোসেন কলেজের ছাত্র- ছত্রীদের টিকা প্রদান করা হয়।

টিকা কেন্দ্র পরিদর্শন করেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী। এ সময় তিনি বলেন, কোভিড ১৯ থেকে কোমলমতি শিক্ষার্থীরা স্কুল কলেজে ফিরে তাদের পাঠদান শুরু করতে পারে। তিনি আরো বলেন নিয়মিত মাস্ক পরিধান করবে যাতে ভাইরাসে সংক্রামিত না হও।

এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শক মোঃ বেনজির আহম্মদ প্রমূখ।

প্রতিবেদক: শিমুল হাছান, ১৯ ফেব্রুয়ারি ২০২২

Share