Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে হামলায় আহত ২
হাইমচরে হামলায় আহত ২

হাইমচরে হামলায় আহত ২

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার রায়ের বাজারে পূর্বশত্রুতার জের ধরে অতর্কিত হামলায় ২ জন আহতের খবর পাওয়া গেছে।

আহতরা মতিন ছৈয়ালের ছেলে কালাম ছৈয়াল, ইউনুছ মাস্টারের ছেলে মিজানুর রহমান বাবুল। আহতদের স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্যে নিয়ে আসেন।

জানা যায় ১২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে হাইমচর উপজেলার রায়ের বাজারের অহিদ চকিদারের ছেলে খোরশেদ চকিদার লোকজন পার্শ্ববর্তী বাড়ির বাবুল ও কালাম ছৈয়ালের ওপর হামলা চালায়।

এ ব্যাপারে আহত মিজানুর রহমান বাবুল জানান, খোরশেদ চকিদার, মফিজ চকিদার, লিটন খনকার, হাসেম খনকার পূর্বের শত্রুতার জের ধরে আমার ও আমার ফুফাতো ভাইয়ের ওপর হামলা চালায়।

তিনি আরও জানান, খোরশেদ জোরপূর্বক আমাদের বাড়ির এক প্রতিবন্ধীর জমি দখলের চেষ্টা করলে আমরা বাধা দিলে আমাদের মাঝে শত্রুতার সৃষ্টি হয়। ওইদিন আমি আমার ভাই বাজার থেকে আসার পথে রাস্তায় তাদের ওঁৎপেতে থাকা লোকজন আমাদেরকে এলোপাথাড়ি কোপাতে থাকে। আমাদের চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। আমার ভাইয়ের সাথে থাকা নগদ ১০হাজার টাকা, মোবাইল, বাইসাইকেল ও ঘরের রং দেয়ার জন্য নেয়া কৌটা নিয়ে যায। এ নিয়ে হাইমচর থানায় মামলার প্রস্তুতি চলছে।

হাইমচর করেসপন্ডেন্ট

||আপডেট: ০৭:৪৭ পিএম, ১২ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার

এমআরআর