চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামে হাঁস চুরিকে কেন্দ্র করে মহিলা ইউপি সদস্যের ছেলের হামলায় এক অসহায় রিক্সা চালক গুরুতর আহত হয়েছেন।
এ নিয়ে হাইমচর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানাযায় সোমবার (২৪ অক্টোবর) হাইমচর উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামের মহিলা ইউপি সদস্য ও মিজান খানের ছেলে এমরান খান, মজিদ হাওলাদারের ছেলে নাজির হাওলাদার তাদের সঙ্গীয়দের নিয়ে পাশের বাড়ির অসহায় মিজান হাওলাদারের বাড়িতে রাতের আধারে খোয়ার থেকে বেশ কয়েকটি হাঁস চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া হাঁসের খোজ খবর নিতে গেলে এমরা খান তার সহযোগীদের দ্বারা অসহায় রিক্সা চালককে দেশিয় অস্ত্র নিয়ে তাকে মারধোর করে গুরুতর আহত করে।
তার পকেটে থাকা ৫ হাজার ৩ শত টাকা চিনিয়ে নিয়ে গেছে বলে দাবি করেছেন আহত মিজান হাওলাদার।
মিজান হাওলাদার জানান, ‘এমরান ও নাজির হাওলাদার আমার বসতবাড়ির পাশে গাঁজা ও ইয়াবা খাওয়ায় আমি বাঁধা দেই। এতে ক্ষীপ্ত হয়ে রাতের আঁধারে আমার খোয়াড়ে থাকা সব হাঁস মুরগী চুরি করে নিয়ে যায়। আমি তার অভিভাবকদের কাছে বিচার দিলে তারা ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা চালায়। আমি পুলিশ প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে এর সুষ্ঠ বিচার দাবি করছি।’
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/06/Bm-ismail.jpg” ] প্রতিবেদক- বি এম ইসমাইল, হাইমচর [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur