Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে সড়ক দুর্ঘটনায় আহত ৯
হাইমচরে সড়ক দুর্ঘটনায় আহত ৯

হাইমচরে সড়ক দুর্ঘটনায় আহত ৯

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার নয়ানী চাঁদপুর হাইমচর সড়কে ১২ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় সিএনজি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৯ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় সকলকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

ওইদিন চাঁদপুর হাইমচর মহাসড়ক চাঁদপুরগামী মোটর সাইকেল ও হাইমচরের উদ্দেশ্যে চাঁদপুর থেকে ছেড়ে আসা সিএনজির সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। আহতদের ক’জনের পরিচয় জানলেও বাকিদের পরিচয় জানা যায়নি।

আহতদের মধ্যে এমজিএস বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুব আলম, চাঁদপুর কণ্ঠের হাইমচর প্রতিনিধি মোঃ হাসান আল মামুন-এর পরিচয় জানা গেলেও আরও গুরুতর আহত ৭জনের পরিচয় পাওয়া যায়নি।

আহতরা জানান, মোটর সাইকেল ও সিএনজির বেপরোয়া গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। সিএনজিটি রাস্তার নিচে পড়ে যাওয়ায় সিএনজি যাত্রীদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। এছাড়াও মোটর সাইকেলের চালকসহ দু’জন গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্যে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে।

বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট

 

||আপডেট: ০৭:৫৭ পিএম, ১২ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার

এমআরআর