চাঁদপুরের হাইমচরে স্বেচ্ছাসেবকলীগের কর্মী সভায় মঙ্গলবার (১২ অক্টোবর )হাইমচর উপজেলা আ’লীগ কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভায় নেতৃবৃন্দ জাতীয় সম্পদ মা ইলিশ রক্ষায় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও ভোজন না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান ।
জেলা স্বেচ্ছসেবকলীগ আহ্বায়ক আলহাজ্ব এসএম জয়নাল আবদীন ও যুগ্ম আহ্বায়ক এম এ হাসান লিটন নেতা কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন,‘ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের অন্যতম লক্ষ্য দেশের ইলিশ সস্পদ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ১২ অক্টোবর
থেকে ২ নভেম্বর ২০১৬ পর্যন্ত মা’ ইলিশ মাছ রক্ষায় সকল ধরনের জাল ফেলা, মাছ আহরণ, পরিবহন, ও মজুদ না করার কর্মসূচি বাস্তবায়নে সকলকে স্বেচ্ছাসেবকের ভূমিকা রাখতে হবে।’
সভা শেষে স্বেচ্ছাসেবকলীগ আয়োজনে নেতৃবৃন্দের মধ্যাহ্ন ভোজে ইলিশ বর্জন করেছেন।
হাইমচর করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০৮:৩৫ পিএম, ১২ অক্টোবর ২০১৬, বুধবার
ডিএইচ