হাইমচরে সুমি আক্তারের তালগাছে গণসংযোগ

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪, ৫, ৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী উপজেলা রিক্সা শ্রমিকলীগের ও প্রতিবন্ধী কল্যাণসংঘের সভাপতি মোঃ ছোবহান ভূঁইয়ার কন্যা মোসা. সুমি আক্তার তার নির্বাচনীয় এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

২৭ মার্চ বিকাল ৪টায় হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ভোটারদের সাথে গণসংযোগকালে সুমি আক্তার বলেন, গাজীপুর ইউনিয়নের ভোটারা দীর্ঘদিন যাবত অবহেলিত হয়ে আসছে। আমি একজন গরিব পরিবারের সন্তান, তাই গরিবের দুঃখ বুঝতে পারি। আমাকে আগামী ৩১ মার্চ ‘তালগাছ’ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে পারলে আপনাদের দুঃখে-সুখে পাবেন। কারণ আমি হাইমচরে একমাত্র প্রতিবন্ধীর সন্তান হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি। সে হিসেবে আমাকে আল্লাহর ওয়াস্তে একটি করে তালগাছ মার্কায় ভোট দেবেন, এটা আমার অনুরোধ।

[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/BM-Ismail.jpg” ]বিএম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট [/author]

||আপডেট: ০৮:০৪  অপরাহ্ন, ২৭ মার্চ ২০১৬, রোববার

চাঁদপুর টাইমস /এমআরআর