হাইমচরে সাজাপ্রাপ্ত দুআসামি গ্রেপ্তার

হাইমচর থানা পুলিশ কর্তৃক ০২(দুই)টি জিআর ও ০২(দুই)টি জিআর সাজা পরোয়ানা ভুক্ত ০১(এক) জন এবং ০২(দুই)টি জিআর ও ০১(এক)টি জিআর সাজা পরোয়ানা ভুক্ত ০১(এক) জনসহ মোট ০২(দুই) জন আসামী গ্রেফতার।
অদ্য ২১/১২/২০২৫খ্রিঃ তারিখ মোহাম্মদ নাজমুল হাসান, অফিসার ইনচার্জ, হাইমচর থানা, চাঁদপুর এর সার্বিক দিক নির্দেশনায় হাইমচর থানার এসআই(নিঃ) আশরাফুল আলম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) হান্নান উদ্দিন, এএসআই (নিঃ) ইমাম উদ্দিন, এএসআই (নিঃ) সিরাজুল ইসলাম, এএসআই (নিঃ) মোশারফ হোসেন ও সঙ্গীয়ফোর্সসহ ১। হাইমচর থানার মামলা নং- ০৮, তাং- ২৬/০১/২৪, জিআর- ০৮/২৪, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক), ২। জিআর- ৩৩/২৩(হাইমচর), ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১৯(ক)/১০ক) এর জিআর পরোয়ানা ভুক্ত ও ৩। জিআর- ১৩৯/২৩(হাইমচর), মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১৯(ক) মামলায় ০১(এক) বছর ০১(এক) মাসের সশ্রম কারাদন্ড ও ১,০০০/- (এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত, ৪। জিআর- ১২/১৮(হাইমচর), ধারা- ৩২৫ পেনাল কোড এর ০৩(তিন) বছর সশ্রম কারাদন্ড ১০,০০০(দশ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী সেকান্তর খাঁ ৥ মোঃ সিকান্দর খাঁন ৥ জাহাঙ্গীর(৫৩), পিতা- ইদ্রিস খাঁন, মাতা- মৃত ফিরোজা বেগম, সাং- কমলাপুর, ৫নং ওয়ার্ড ২নং উত্তর আলগী দূর্গাপুর ইউপি, থানা- হাইমচর, জেলা- চাঁদপুর এবং ১। হাইমচর থানার মামলা নং- ১৪, তাং- ২৩/০৪/২৪, জিআর- ৬০/২৪, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক), ২। হাইমচর থানার মামলা নং- ০২, তাং- ০৫/১২/২৪, জিআর- ১৫২/২৪, ধারা- ৪৫৭/৩৭৯/৪১১ পেনাল কোড এর জিআর পরোয়ানা ভুক্ত ও ৩। হাইমচর থানার মামলা নং-১, তাং- ১০/১১/২২ইং, ধারা- ২০১৮ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর ১০(ক), জিআর- ১৪৩/২২(হাইমচর) এর ০১ (এক) বছরের সশ্রম কারাদন্ড ও ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী মোঃ সাগর খাঁন, পিতা- সেকান্দর খাঁ প্রঃ জাহাঙ্গীর, সাং- কমলাপুর (খাঁ বাড়ী), ৫নং ওয়ার্ড, ২নং উত্তর আলগী দূর্গাপুর ইউপি, থানা- হাইমচর, জেলা- চাঁদপুরকে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করা হয়।
অদ্য ২১/১২/২০২৫খ্রিঃ তারিখ যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

প্রতিবেদক: আলমগীর হোসেন আসিফ/
২১ ডিসেম্বর ২০২৫