হাইমচর

হাইমচরে সাংবাদিক ইসমাইলের শ্বশুরের ইন্তেকাল

হাইমচর উপজেলার ৩নং আলগী দক্ষিণ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য ও দৈনিক চাঁদপুর খবর, চাঁদপুর টাইমসের হাইমচর প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন শ্বশুড় আঃ সাত্তার মাল (৭৪) সোমবার বিকেল ৩টায় তার নিজ বাড়িতে ইন্নতেকাল করেছেন ( ইন্নাল্লাহি… রাউজিউন)।

মহুরমের জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থ করা হয়। মহুরম আঃ সাত্তার মাল ২ ছেলে, ৩ কন্যা, তার স্ত্রীসহ অগনিত আত্নীয় স্বজন রেখে গেছে।

হাইমচর প্রতিনিধি,১৫ মার্চ ২০২১

Share