হাইমচরে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

হাইমচরে সর্বোচ্চ রেকর্ড পরিমান করোনা রোগী শনাক্ত হয়েছে।

মঙ্গলবার নতুন করে আরও ৫১ জনেরর নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। 

এ নিয়ে হাইমচরে মোট ৩৮২ জন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে বর্তমানে চিৎসাধীন রয়েছেন ১২০ জন করোনা রোগী।

হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নতুন করে হাইমচরে  ৫১ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ২৭ জন। সর্ব মোট মৃতের সংখ্যা ৩ জন।

হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.বেলায়েত হোসেন বলেন, ‘হাইমচরে ক্রমেই বাড়ছে করোনা শনাক্তের হার। এখনই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ ঘরে অবস্থান করতে হবে। এ উপজেলাটি ভয়াবহ পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। তাই সবাইকে ঘরে থাকার অনুরোধ করেন তিনি।

বিনা কারণে যত্রতত্র ঘুরাফেরা না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ে ঘর থেকে বের হতে হবে। নিজের পরিবার পরিজনকে সুস্থ্য রাখতে নিজেকেই সচেতনতা অবলম্বন করতে হবে। বাড়ির কিংবা আশেপাশের কোন ব্যক্তির যদি করোনার লক্ষণ দেখা দেয় সে যেন হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ নেয়।

প্রতিবেদকঃ মো. ইসমাইল

Share