হাইমচরে সরকারের সাফল্য নিয়ে চলচ্চিত্র প্রদর্শনী

চাঁদপুরের হাইমচর উপজেলা বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিতকরন এবং সম্পৃক্তলক্ষ্যে সাংবাদিকদের সাথে সোমবার (৯ মে সকাল ১১টায়) প্রেস ব্রিফিং, আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী করা হয়েছে।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামালের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার সোঃ নুরুল হক এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারী, বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী আক্তার, হাইমচর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সারোয়ার হোসেন পুমুখ।

আলোচনা সভার পূর্বে হাইমচরে কর্মরত সাংবাদিকদের সাথে সরকারের উন্নয়ন ভাবনা বিষয়ে অবহিতকরন প্রেসব্রিফিং করেন।

বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট [/author]

: আপডেট ০৪:৩৪ পিএম, ০৯ মে ২০১৬, সোমবার
ডিএইচ

Share