Home / উপজেলা সংবাদ / হাইমচরে সমাপনী পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ১৮১
হাইমচরে সমাপনী পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ১৮১

হাইমচরে সমাপনী পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ১৮১

সারাদেশের সাথে চাঁদপুরে হাইমচর উপজেলায়ও সুন্দর ও মনরোম পরিবেশে সমাপনী ও এবতেদায়ী পরীক্ষা ২২ নভেম্বর মোট ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

প্রথমদিনের পরীক্ষায় সমাপনী ও এবতেদায়ীতে মোট ২৭৮৯ জন শিক্ষার্থী মধ্যে অনুপস্থিত ছিল ১৮১ জন।

উপজেলা প্রশাসনের কঠোর নিরাপত্তা এবং শিক্ষকদের দায়িত্বপূর্নতায় সুষ্ঠভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

হাইমচরে ৮টি কেন্দ্রের মধ্যে ৩৯নং দক্ষিন নীলকমল সপ্রাবি কেন্দ্রে মোট পরিক্ষার্থী ৩০৫, উপস্থিত ২৫৮, অনুপস্থিত ৪৭।

নীলকমল ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে মোট পরিক্ষার্থী ৫৪৮ জন উপস্থিতি ৫৩২ অনুপস্থিত ১৬।

জন একই কেন্দ্রে এবতেদায়ী পরীক্ষার্থীদের মধ্যে মোট পরিক্ষার্থী ১৬০ জন উপস্থিতি ১৫২, অনুপস্থিত ৮।

৩২ নং উত্তর চরকোড়ালিয়া সপ্রাবি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১৯৫ জন উপস্থিতি ১৬৫ অনুপস্থিত ৩০।

৩৩ নং মধ্য চরকোড়ালিয়া সপ্রাবি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১৯২ জন উপস্থিতি ১৬৯ অনুপস্থিত ২৩।

গাউছিয়া আজম সপ্রাবি কেন্দ্রে মোট পরিক্ষার্থী ৩৭২ জন উপস্থিতি ১৬২, অনুপস্থিত ১০।

একই কেন্দ্রে এবতেদায়ী পরীক্ষার্থীদের মধ্যে মোট পরীক্ষার্থী ৬৪ জন উপস্থিতি ৫৭ অনুপস্থিত ৭।

৯ নং নয়ানী লক্ষীপুর সপ্রাবি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২৩১ জন উপস্থিতি ২২০ অনুপস্থিত ১১।

দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪২৯ জন, উপস্থিতি ৪১৬, অনুপস্থিত ১৩।

একই কেন্দ্রে এবতেদায়ী পরীক্ষার্থীদের মধ্যে মোট পরীক্ষার্থী ৫০ জন উপস্থিতি ৪৪, অনুপস্থিত ৬।

গন্ডামারা সপ্রাবি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২০৭, উপস্থিতি ২০৬, অনুপস্থিত ১।

একই কেন্দ্রে এবতেদায়ী পরীক্ষার্থীদের মধ্যে মোট পরিক্ষার্থী ৩৬ জন উপস্থিতি ২৭ অনুপস্থিত ৯।

বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট

 ।। আপডেট: ০৭:৩৯ পিএম, ২২ নভেম্বর ২০১৫, রোববার

ডিএইচ