বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছেন হাইমচর উপজেলা শ্রমিকদল
৩ ডিসেম্বর বুধবার বিকালে সদর আলগী বাজার শ্রমিক দলের কার্যালয় মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক। বিশেষ অতিথি হাইমচর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল খালেক খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ গাজী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতওয়াল, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবু, খন্দকার আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি গোলাম মোস্তফা শেখ, সাধারণ সম্পাদক মোঃ শফিউদ্দিন স্বপন আহমেদ বেপারী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সুমন কবিরাজ, ওলামা দলের সভাপতি আলমগীর হোসেন বেপারী, রিক্সা বেহেন অটো দলে হাইমচর উপজেলার আহ্বায়ক মোঃ হান্নান মাঝি, সদস্য সচিব জসিম, আনোয়ার হোসেন ভাইয়া সহ উপজেলা ও ইউনিয়ন, ওয়ার্ড শ্রমিক দলের নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন হাইমচর উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আনসারী।
প্রতিবেদক: আলমগীর হোসেন আসিফ/
৩ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur