হাইমচরে শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে মনোনয়নপত্র জমা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় হাইমচর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অমিত রায়-এর নিকট এই মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, হাইমচর উপজেলা বিএনপি সভাপতি মো: আমিন উল্লাহ বেপারী, চাঁদপুর সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন, হাইমচর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী ।

প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)
২৯ ডিসেম্বর ২০২৫