উপজেলা সংবাদ

হাইমচরে শিশু পাচারকারী সন্দেহে যুবক আটক

বিএম ইসমাইল | আপডেট: ০৭:৪৭ অপরাহ্ণ, ০৮ সেপ্টেম্বর ২০১৫, বুধবার

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৩নং আলগী দক্ষিণ ইউনিয়নের গন্ডামারা গ্রামের শিশু পাচার সন্দেহে এক অপরিচিত যুবককে আটক করেছে হাইমচর পুলিশ।

সোমবার সন্ধায় হাইমচরের বডারফোল এলাকার মাসুদ মিয়ার মেয়ে মীম (৬) কে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার শ্রীপুর গ্রামের শরীফ কাজীর ছেলে ফারুক কাজী (৩০) তিলের খাজার লোভ দেখিয়ে গন্ডামারার হাওলাদার বাজারে নিয়ে যায়। সন্দেহজনক দেখে এলাকার লোকজন শিশুপাচারকারী মাসুদ ও মীমকে আটক করে হাইমচর থানায় সংবাদ দেয়।

ঘটনাস্থল থেকে পুলিশের উপপরিদর্শক মোঃ ফারুক মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে পাচারকারীকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক ফারুক কাজীকে মঙ্গলবার জেলা হাজতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালি উল্লাহ অলি জানান, হাওলাদার বাজার থেকে সন্দেহজনক এক শিশু পাচারকারীকে আটক করে। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাকে চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

Share