Home / উপজেলা সংবাদ / হাইমচরে শশুর বাড়িতে যুবকের আত্মহত্যা
হাইমচরে শশুর বাড়িতে যুবকের আত্মহত্যা
OLYMPUS DIGITAL CAMERA

হাইমচরে শশুর বাড়িতে যুবকের আত্মহত্যা

‎Sunday, ‎26 ‎April, ‎2015 09:35:08 PM

বি এম ইসমাইল:
হাইমচর উপজেলায় ৩নং আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের মোঃ ইউসুফ বেপারীর মেঝো ছেলে আরিফ (২৩) ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।

রোববার বিকেল ৩টায় চরভাঙ্গা গ্রামের ইউসুফ বেপারীসহ পরিবারে শশুড় বাড়ীতে বেড়াতে গেলে ফাকা বাড়ীতে ঘরের দরজা বন্ধ করে আরিফ নামের যুবক আত্ম হত্যা করে।

জানা যায়, আরিফ নোয়াখালীতে রড মেস্ত্রীর কাজ করত। নোয়খালী থেকে এসে বাড়ীতে কারো সাথে কোন কথা বার্তা বলতেন না, একা একা চলতেন কাউকে কোন কিছু বলতেন না। কি কারণে আত্মহত্যা করেছেন তার কারণ উদঘাটন করা যায়নি।

আত্মহত্যার খবর পেয়ে হাইমচর থানার এস আই আব্দুল হালিম সরকার ময়না তদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসেন। এই নিয়ে এলাকার লোক জন নানান কৌতূহলের সৃষ্টি হয়েছে।

চাঁদপুর টাইমস/ডিএইচ/2015