চাঁদপুরের হাইমচরে দীর্ঘ লেজযুক্ত বিরল প্রজাতির প্রাণি ধরা পড়েছে। উপজেলার চরভৈরবী টমটম ব্রিজের কাছে আলী আজগর মাঝির বাড়িতে শনিবার রাতে এ প্রাণিটি ধরা পড়ে বলে জানিয়েছেন স্থানিয় এমজেএস বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার মাহবুব।
তিনি জানান, প্রায় সময় রাতের বেলায় ওই প্রাণিটি এসে গৃহস্থের ফলফলাদি খেয়ে ফেলে এবং হাঁস মুরগীকে আঘাত করে পালিয়ে যায়।ঘটনার রাতে গৃহস্থ আলী আজগর মাঝি তারের একটি খাঁচা এনে তাতে পাকা পেঁপে রেখে প্রাণিটিকে ধরার জন্যে ফাঁদ পাতা হয় এবং পেঁপে খেতে এসে সেটি খাঁচায় আটকাও পড়ে।
পরে বিষয়টি শিক্ষককে জানায় বাড়ির গৃহকর্তা ।দেখতে বন বিড়ালের মতো হলেও এলাকাবাসীর কাছে প্রাণিটি লেঞ্জা হিসেবে পরিচিত। সেখানে দুটি প্রাণি ছিলো, একটি ধরা পড়লেও অপরটি পালিয়ে যায়।
বিরল এ প্রাণিটি ওই বাড়িতেই রয়েছে সেটিকে এক নজর দেখার জন্য মানুষের ভিড় জমে যায় মাঝি বাড়িতে। বন বা প্রাণি বিভাগের কেউ সেটি নিয়ে আসতে পারে বলে জানান ওই শিক্ষক।
এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
প্রতিবেদক- আশিক বিন রহিম
: : আপডেট, বাংলাদেশ ১০:৫৩ পিএম, ০৩ অক্টোবর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ