বিএম ইসমাইল, হাইমচর (চাঁদপুর) :
চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় সারাদেশের ন্যায় ব্র্যাক হাইমচর শাখার উদ্যোগে ‘যৌন হয়রানির মানব না’ প্রতিবাদে প্রতিকারের সোচ্চারে মানববন্ধন করা হয়েছে।
২৫ জুন বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিট হতে ২টা ৪৫ মিনিট পর্যন্ত ব্র্যাক হাইমচর শাখা কার্যালয়ের সামনে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মানববন্ধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক হাইমচর শাখা ব্যবস্থাপক মো. মাসুদ করিম সরকার, হেলথ কর্মসূচির উপজেলা ব্যবস্থাপক মো. আব্দুল আউয়াল পাটওয়ারী, হাফেজ আহম্মদসহ কর্মকর্তাবৃন্দ।
গত ১৪ এপ্রিল ২০১৫ বাংলা নববর্ষের উৎসবের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের বেশ ক’টি স্থানে নারীর বিরুদ্ধে যৌন নির্যাতনের ন্যায় ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এর বিরুদ্ধে ব্র্যাক কর্তৃপক্ষ বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়ে আসছে।
আপডেট : বাংলাদেশ সময় : ১১ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ২৫ জুন ২০১৫ খ্রিস্টাব্দ, ০৪:২৯ অপরাহ্ন
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।