চাঁদপুরের হাইমচরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে হাইমচর উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের ব্যবস্থাপনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আর্তমানবতার সেবায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যুব রেড ক্রিসেন্টের এই মানবিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে। সমাজের বিত্তবানদেরও উচিত নিজ নিজ অবস্থান থেকে এসব শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসা।”
হাইমচর উপজেলা যুব রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত দলনেতা ওসমান হোসেন অয়ন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব রেড ক্রিসেন্ট স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় প্রধান তুন্না আক্তার, প্রশাসন, সংগঠন এবং সদস্য সংগ্রহ বিভাগীয় প্রধান সিপাত হোসেন। এছাড়াও যুব সদস্য সুমনা, তুহিনা, জুবায়ের, তুষার, রিফাত, হারিস, নেয়াজ, মেহেরাজ, আমেনা, মারজিয়া, ইসারত, সায়মাসহ সংগঠনের স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এই বছরও চলমান শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল।
প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)
২১ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur