Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে যুবকের আত্মহত্যা
যুবকের

হাইমচরে যুবকের আত্মহত্যা

হাইমচর উপজেলার ২ নং উত্তর আলগী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড  চৌধুরী বাজার সংলগ্ন কমলাপুর গ্রামের খান বাড়ির ছলেমান খারের ছেলে মোঃ ওসমান (১৮) নামের এক যুবক গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।

হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চৌধুরী বাজার সংলগ্ন খান বাড়িতে  গলায় ফাঁস লাগিয়ে যুবকের  রহস্যজনক মৃত্যু হয়েছে। কেউ বলছেন বলছেন হত্যা, কেউ বলছেন আত্মহত্যা। তবে সঠিক তদন্তের মাধ্যমে রহস্য জানার অধির আগ্রহ এলাকাবাসীর। স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।

৭ আগস্ট রবিবার অনুমান দুপুর ৩  টার দিকে হাইমচর উপজেলাধীন ২নং আলগী উত্তর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সোলেমান খানের ছেলে যুবক ওসমান খান (১৮) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। 

খবর পেয়ে হাইমচর থানা পুলিশ এস আই খোরশেদ আলম তাৎক্ষণিক ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। 

ঘরের আড়ার সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠায় হাইমচর থানা পুলিশ।

হাইমচর থানা পুলিশের এস আই খোরশেদ আলম জানান- আত্মহত্যার সংবাদ শুনে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি,এবং স্থানীয় ভাবে তথ্য ও আলামত সংগ্রহ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবেদক: বিএম ইসমাইল,৭ আগস্ট ২০২২