হাইমচর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় ফলাফল প্রদর্শন ও মাঠ দিবসের কার্যক্রম উদ্ভোধন করেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী।
৯ নভেম্বর সোমবার হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে উপজেলা মৎস্য অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে ও হাফিজ আহম্মদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী বলেন, সকলে আত্নকর্মী হলেই জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমারেন স্বপ্ন বাস্তবায়ন সম্ভাব। মাছ চাষ করে নিজেকে প্রতিষ্ঠিত কর দেশের অর্থনৈতিক উন্নয়ন কাজে সহয়তা কর।
এসময় আরো বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী মাষ্টার, মাছ চাষী আশ্রাফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য পারবেজ হাওলাদার, আলমাছ বকাউল, হাইমচর প্রেসক্লাব যুগ্ম সম্পাদক মোঃ ইসমাইল, সাংগঠনিক সাহেদ হোসেন দিপু, দপ্তর সম্পাদক হাসান আল মামুন।
প্রতিবেদকঃ মো.ইসমাইল ৯ নভেম্বর ২০২০