চাঁদপুর হাইমচরে বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় ফলাফল প্রদর্শন ও মাঠ দিবসের উদ্ভোধন করেন বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের পরিচালক আব্দুস সাত্তার।
৯ ডিসেম্বর বুধবার উপজেলা উত্তর ইউনিয়নের মাছ চাষী মোঃ বাচ্চু মিয়া খানের পাবদা মাছ ফলাফল প্রদর্শণ ও মাঠ দিবসের আলোচনা সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও ক্ষেত্র সহকারী সজিবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের পরিচালক আব্দুস সাত্তার, সফল মাছ চাষী মোঃ বাচ্চু মিয়া খানসহ এলাকার মাছ চাষীরা ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সাত্তার মাছ চাষ করে আমাদের শুধু আমিষের অভাব দূর করে না দেশেওে অর্থনৈতিক ভাবে লাভবান হিসেবে গড়ে তোলে। নতুন নতুন প্রজাতির মাছ চাষ বর্তমানে লাভ জনক। মাছ চাষ করে দেশের বেকারত্ব দূর করেন কর্মসংস্থানের সৃষ্টি করে। মাছ চাষের জন্য সরকার বিভিন্ন প্রকল্প মাধ্যমে মাছের রেনু, ঋনদানসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন। আলোচনা শেষে পাবদা মাছের খামার পরিদর্শন করেন।
প্রতিবেদকঃ মোঃ ইসমাইল,৯ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur