চাঁদপুরের হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামের গনি মিয়া গাজীর মোবারক হত্যা মামলার প্রধান ২ আসামি মহন খান ও রাজন খানকে জয়পুরহাট হিলি স্থল বন্দর থেকে আটক করেছে হাইমচর থানা পুলিশ।
এ নিয়ে মোবারক হত্যা মামলার ৩ আসামিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
২২ মার্চ সোমবার ভোরে হাইমচর থানা পুলিশ জয়পুরহাট জেলার হিলি থেকে ২ আসামিকে আটক করে হাইমচর থানায় নিয়ে আসে।
এদিকে ২০ মার্চ শুক্রবার রাতে এলাকার থেকে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার অন্যতম আসামি ছলেমান জমাদারকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, যে গত ২০ মার্চ শুক্রবার সন্ধ্যায় হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামের মিজান খানের ছেলে মহন খান ও রাজন খান পূর্বের শত্রুতার জেরে ছুরি দিয়ে গনি গাজী ছেলে মোবারককে হত্যা করে।
স্থানীয় লোকজন মোবারককে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে হাইমচর থানা অফিসার মোঃ মাহবুবুর রহমান মোল্লা জানান আসামি আটক করা হয়েছে এমন সংবাদ পেয়েছি।
প্রতিবেদকঃ মো.ইসমাঈল,২২ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur