Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে মেঘনা ডুবোচরে ভারতীয় পণ্য বোঝাই জাহাজ আটকা
হাইমচরে মেঘনা ডুবোচরে ভারতীয় পণ্য বোঝাই জাহাজ আটকা

হাইমচরে মেঘনা ডুবোচরে ভারতীয় পণ্য বোঝাই জাহাজ আটকা

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবীর আমতলী সংলগ্ন মেঘনা নদীর মধ্যখানে ডুবোচরে ৩ দিন ধরে আটকা পড়ে আছে ষ্টীল কয়েল সীট বোঝাই ভারতীয় জাহাজ মোহন বাগান-৪। জাহাজটি আটকে পড়ার ৩দিন পার হলেও সরকারি ও বেসরকারি উদ্ধার তৎপরতা নেই।

হাইমচর নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই শিকদার মোঃ হাসানুজ্জামান জানান, গত ২৬ আগস্ট ভারতীয় পণ্যবাহী জাহাজ মোহন বাগান-৪ চরভৈরবী আমতলী এলাকায় সংলগ্ন মেঘনা নদীর মধ্যখানে ডুবোচরে আটকা পড়ার সংবাদ পেয়ে নিরাপত্তা বিধানে দায়িত্ব পালন করছি।

জাহাজ মাস্টার শেখ আতিয়ার রহমানের উদ্ধৃতি দিয়ে এসআই শিকদার হাসানুজ্জামান জানান জাহাজটি ২হাজার ১শত টন স্টিল কয়েল সীট বোঝাই রয়েছে। ¯্রােতের কারণে নদীর চ্যানেল হারিয়ে জাহাজটি ডুবোচরে আটকা পড়ে আছে। চলতি মাসের ৪ আগস্ট ভারতের হলদিয়া বন্দর থেকে মাল বোঝাই এ জাহাজাটি নারায়নগঞ্জের উদ্দ্যেশ্যে যাচ্ছিলো। আটকা পড়া জাহাজটি উদ্ধারে মালিক পক্ষ কোন ব্যবস্থা না নেওয়া মালামালসহ জাহাজটি পাহারা দিতে হচ্ছে।

এ ছাড়া ব্যক্তিগত মালামাল এবং সাহায্য না চাওয়া বিআইডব্লিউ কতৃপক্ষ জাহাজ উদ্ধারে কোন পদক্ষেপ নেয়নি বলে এসআই শিকদার হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদক- বিএম ইসমাইল
: আপডেট, বাংলাদেশ ১১ : ০০ পিএম, ২৮ আগস্ট ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply