চাঁদপুরের হাইমচর উপজেলায় উন্নত ও আধুনিক চিকিৎসাসেবার নতুন দিগন্ত উন্মোচন করতে যাত্রা শুরু করেছে ‘মেঘনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’। শনিবার (৩ জানুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের সম্মুখস্থ ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (BPHCDA) চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাঃ মোবারক হোসেন চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, “উপান্ত এলাকার মানুষের দোরগোড়ায় আধুনিক ডায়াগনস্টিক সেবা পৌঁছে দেওয়া একটি মহৎ উদ্যোগ। সঠিক রোগ নির্ণয়ই উন্নত চিকিৎসার প্রথম ধাপ। আশা করি, মেঘনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার গুণগত মান বজায় রেখে সাধারণ মানুষের আস্থা অর্জন করবে।”
প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম পাটোয়ারী। হাইমচর উপজেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কে এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক।মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী মোখলেসুর রহমান মুকুল।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম: উপজেলা বিএনপি সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আবুল হোসেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস মেহনতী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা জুলফিকার হাসান মুরাদ প্রমুখ।
আয়োজকরা জানান, হাইমচরবাসীর জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর ও নির্ভুল স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করাই এই সেন্টারের মূল লক্ষ্য। স্থানীয় বাসিন্দারা এখন থেকে বাড়ির কাছেই সাশ্রয়ী মূল্যে ডিজিটাল প্যাথলজি ও উন্নত পরীক্ষা-নিরীক্ষার সুবিধা পাবেন, যা এই অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থায় এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা জিল্লুর রহমান ফারুকী।
প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)
৩ জানুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur